1. basasbd.org@gmail.com : আইন সুরক্ষা ফাউন্ডেশন : আইন সুরক্ষা ফাউন্ডেশন
  2. admin@www.asufbd.org : আইন সুরক্ষা ফাউন্ডেশন :

প্রেস বিজ্ঞপ্তি খাগড়াছড়িতে এক আদিবাসী শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও সহিংসতায় হতাহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে: আসুফ

খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির এক আদিবাসী শিশুকে দলবদ্ধ ধর্ষণ এবং পরবর্তীতে বিচারের দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে সহিংসতায় হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশন (আসুফ)।

আসুফ এই জঘন্য ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায়। একইসঙ্গে ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ষণের শিকার শিশুটিসহ সহিংসতায় আহতদের যথাযথ ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় চিকিৎসা সেবার ব্যবস্থা করার আহ্বান জানায়।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার রাত ৯টার দিকে প্রাইভেট পড়ে ফেরার পথে অষ্টম শ্রেণির ওই শিশুকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে স্বজনেরা উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

এই ঘটনার প্রতিবাদে “জুম্ম ছাত্র জনতা”র ব্যানারে গত শনিবার ভোর ৫টা থেকে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি শুরু হয়। কিন্তু এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুইমারায় গুলিতে তিনজন নিহত এবং বহু মানুষ আহত হন।

এই ধরনের সহিংসতা বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২৭ (আইনের দৃষ্টিতে সমতা), ২৮(১) (ধর্ম, বর্ণ ইত্যাদি কারণে বৈষম্য নিষিদ্ধ), ৩১ (আইনের আশ্রয় লাভের অধিকার), ৩২ (জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষা)-এর সরাসরি পরিপন্থী এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডেরও সুস্পষ্ট লঙ্ঘন।

 

আসুফ জোরালোভাবে দাবি জানাচ্ছে

“এ ঘটনার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।

ভুক্তভোগী ও নিহতদের পরিবারের জন্য নিরাপত্তা, ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা ও সহিংসতার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আরও তথ্যের জন্য যোগাযোগ করুন:

আইন সুরক্ষা ফাউন্ডেশন (আসুফ)

✉️ Email: [ asufbd.org@gmail.com]

📞 Phone: [ 01733258282 ]

© আইন সুরক্ষা ফাউন্ডেশন
আইটি সাপোর্ট : ইয়োলো হোস্ট
×